এস. আর. টুটুল এম. এল- রাজশাহী (তানোর) প্রতিনিধি;
রাজশাহীর তানোর পৌরসভা এলাকায় মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু হয়েছে। পৌরবাসীকে ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচাতে তানোর পৌরসভার এই উদ্যোগ তানোর পৌর শহরের ব্যাপক প্রশংসনীয় ও সাড়া জাগিয়েছে।
আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ অভিযান চলবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক আজ রবিবার সকাল দশটার দিকে তানোর উপজেলা ক্যাম্পাসে এ অভিযানের শুভ-উদ্বোধন করেন।
মশক নিধন কার্যক্রম এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক।
পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া মশক নিধন এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় প্রতিদিনই তানোর পৌর শহরের ওয়ার্ডগুলোয় অভিযান চলবে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক এ কার্যক্রম মনিটরিং করছেন।
প্রতিদিন স্প্রে ম্যান, সুপারভাইজারসহ মোট ৮-৯ জন মশা নিধনে কাজ করে যাচ্ছেন।
তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সুন্দরভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। এ জন্য রোগ-ব্যাধি প্রতিরোধ করতে হবে। মশার কামড়ে ডেঙ্গু জ্বর ও চিকনগুনিয়া হয়ে থাকে। ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে হলে পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাতে হবে।