বি এ রায়হান, গাজীপুর:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণ এবং ব্যবসা পরিচালনার বৈধ কাগজপত্র না থাকার দায়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড এর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে শনিবার এ অভিযান চালানো হয়।
এদিকে, সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। বিপনী বিতানগুলোতে পরিদর্শনে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণে সতর্ক করা হয়। গাজীপুর চৌরাস্তায় এলাকার মিজান রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, রমজান মাসে প্রতিদিন এমন অভিযান প্রতিদিন পরিচালনা করা হচ্ছে। এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।