প্রতিমা, পবিপ্রবি প্রতিনিধিঃ
দৈনন্দিন জীবনের হাজারো ব্যস্ততার মাঝে জীবনকে একটু সতেজ এবং চিন্তামুক্ত করতে বিনোদনের অবদান কতটা তা অবর্ণনীয়। শহুরে পরিবেশের হাপিয়ে ওঠা ক্লান্তিকর কাজ থেকে ছুটি নিয়ে গ্রামীণ পরিবেশের মুক্ত বাতাসে বিনোদনের জন্য যান অনেক ভ্রমনপিপাসু মানুষ। এজন্যই গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হয়েছে এক অপূর্ব সুন্দর বিনোদন কেন্দ্র “নূরজাহান গার্ডেন।”
পটুয়াখালী জেলায় বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে খান বাড়ির মরহুম মোঃআহমেদ আলী খানের দুই পুত্র মোঃ শাহাদাত হোসেন খান নিউটন এবং মোঃ শাহবাজ হোসেন খান মিল্টনের ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মনোরম পরিবেশে গড়ে উঠেছে নূরজাহান গার্ডেন। শহরের মানুষ গ্রামে গিয়ে যাতে মনোরম পরিবেশে বিনোদন উপভোগ করতে পারে সে লক্ষ্যেই এ গার্ডেন তৈরির উদ্যোগ নেয়া হয়। গার্ডেনটি বর্তমানে ১৬ বছরে পদার্পণ করেছে।
এই গার্ডেনের নিরিবিলি পরিবেশে হাজার হাজার বৃক্ষরাজি, বারোটি বিশাল পুকুর, পুকুরের উপরে স্থাপিত সেতু, শিশুদের বিনোদনের জন্য তৈরি বিভিন্ন কৃত্রিম পশু এবং নাগরদোলাসহ শিশুদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা, পরিচ্ছন্ন ক্যান্টিন, বিদেশীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত রাধুনি এবং পিকনিকের সুব্যবস্থাও রয়েছে।
পটুয়াখালীর বাউফল সদর থেকে মাত্র ৩ কিলোমিটার এবং কালাইয়া থেকে মাত্র ২ কিলোমিটার অদূরে অবস্থিত এই গার্ডেনে বাইকে কিংবা অটোতে করে খুব সহজেই যাতায়াত করা যায়।