খালিদ হাসান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা-মোংলা, বাগেরহাট ও মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরির্দশক (এস আই) মোঃ মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, মশিউর রহমান ও মোঃ ইউসুফ মিয়া।
এ সময় তারা মহাসড়কে চলাচল নিষিদ্ধ বেশ কিছু যানবাহন আটক করে আইনগত ব্যবস্থা নেন। ফলে ওই মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচল অনেকটা কমেছে।