1. admin@kholanewsbd24.com : admin :
অবশেষে গেজেট আকারে প্রকাশ হয়েছে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩ - খোলা নিউজ বিডি ২৪
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে ৫ লিটার চোলাই মদসহ আটক-২ বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাভারে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে মায়ের পা ভেঙে দিলেন প্রতিবেশী ঢাকা ১৯ আসনের এম পি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর উঠান বৈঠক জনসভায় পরিনত সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরে শ্রমিক ফেডারেশন নেতাকে কুপিয়ে জখম আমবাগানের পরিত্যক্ত ঘরে পড়ে ছিল নারীর মরদেহ নাটোরে ছিনতাই হওয়া স্বর্নালংকারসহ দুই যুবক আটক আশুলিয়ায় ঢাকা – ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুস্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু

অবশেষে গেজেট আকারে প্রকাশ হয়েছে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩

প্রশাসন
  • সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২০০ বার পঠিত

আবু হাসনাত তুহিন/পবিপ্রবি প্রতিনিধি:

বার্ধক্য জীবনের এমন এক পর্যায় যেখানে নির্ভর করতে হয় সন্তানদের উপর।মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও আইন অনুযায়ী ও তখন দায়িত্বটা এসে পড়ে সন্তানদের উপর।পিতামাতার যখন সামর্থ্য ছিল তারা সন্তানকে লালন পালন করে বড় করে তুলেছে কিন্তু ঠিক যখন পিতামাতা সামর্থ্য হারিয়ে ফেলে, বয়সের ভারে নুইয়ে পড়ে তখন দায়িত্ব নিতে হয় তার সামর্থ্যবান সন্তানকে।২০১৩ সালের পূর্বে এমন কোন আইনি দায়িত্ব সন্তানদের কাঁধে ছিল না, অনেক সময় দায়িত্বের ব্যতয় ঘটায় পিতামাতাকে পড়তে হয়েছে মহাবিপদে,ভোগ করতে হয়েছে চরম দুর্ভোগ। যার পরিণতি বৃদ্ধাশ্রম। এমন সব পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যেই ২০১৩ থেকে কার্যকর রয়েছে পিতামাতার ভরণপোষণ আইন। কিন্তু বাস্তবে তার প্রয়োগ ছিল না।কারণ আইনটি সম্পর্কে অনেকেই অজ্ঞ। অবশেষে আইনটি গেজেট আকারে প্রকাশ পেয়েছে। পিতামাতার ভরণপোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রণীত আইন ২০১৩ অনুযায়ী – ৪৯ নং
এই আইন পিতামাতার ভরণপোষণ আইন,২০১৩ নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে।নপিতামাতার ভরণপোষণ আইনের সকল গুরুত্বপূর্ণ ধারা উপধারা-
ধারা গুলো হলো (১) প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণপোষণ নিশ্চিতকরণ (২)একাধিক সন্তান হলে নিজেদের মধ্যে আলাপআলোচনা করে ভরণপোষণ নিশ্চিতকরণ (৩) একইসঙ্গে একইস্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে (৪)পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে অন্যকোথাও আলাদাভাবে বসবাস করিতে বাধ্য করিবে না (৫)স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ ও প্রয়োজনে চিকিৎসা প্রদান (৬)পিতা কিংবা মাতা বা উভয় সন্তান হতে পৃথকভাবে বাস করিলে নিয়মিত সাক্ষাত করা (৭)সন্তান হইতে পৃথক বসবাস করিলে মাসিক বা বাৎসরিক আয়রোজগার হতে যুক্তিসঙ্গত অর্থ প্রদান
ধারা ৪। প্রত্যেক সন্তান তাহার পিতামাতার অবর্তমানে দাদা-দাদী ও নানা-নানিকে ভরণপোষণ দিতে বাধ্য থাকিবে

কোনো সন্তান উক্ত আইনের ধারা ৩ এর সকল উপধারার বিধান কিংবা ধারা ৪ এর বিধান লঙ্ঘন করিলে তা অপরাধ বলিয়া গণ্য হইবে।

উক্ত অপরাধের জন্য অনূর্ধ্ব ১ লক্ষ টাকা অর্থদন্ড বা উক্ত অর্থ অনাদায়ে অনূর্ধ্ব ৩ (তিন) মাসের কারাদণ্ডে দন্ডিত হবে।
এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য,জামিন
-যোগ্য ও আপোষযোগ্য এবং CrPC, 1898 তে যাহাই থাকুক না কেন সংঘটিত অপরাধ ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হবে।এবং সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলযোগ্য হবে না।

এই আইনের অধীনে আপোষ নিষ্পত্তির জন্য আদালত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, কিংবা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর অথবা উপর্যুক্ত ব্যক্তির নিকট প্রদান করে দুই পক্ষকে শুনানির সুযোগ দিয়ে নিষ্পত্তি করিবেন।উক্ত আপোষ-নিষ্পত্তি উপর্যুক্ত আদালত কর্তৃক করা হয়েছে বলে বিবেচ্য হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা