1. admin@kholanewsbd24.com : admin :
অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে -শিক্ষামন্ত্রী - খোলা নিউজ বিডি ২৪
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে -শিক্ষামন্ত্রী

প্রশাসন
  • সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৪২ বার পঠিত

বি এ রায়হান, গাজীপুরঃ
শিক্ষার্থীদের টিকা দেয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শুক্রবার ২৭ আগষ্ট সকালে গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি‌ প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, বিজ্ঞানসম্মত ভাবে বলা হয়- আক্রান্তের সংখ্যা ৫ এর নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। সে পরিস্থিতি এখনো বাংলাদেশে হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ,স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষক সমিতিসহ জাতীয় কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল চত্বরে গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ উম্নুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-ভিসি (প্রশাসন) নাসিম বানু, প্রো-ভিসি (শিক্ষা) মাহবুবা নাসরীন, রেজিষ্টার মোঃ শফিকুল ইসলাম, পরিচালক (মিডিয়া) কেরামত আলী, পরিচালক (ষ্টুডেন্ট সাপোর্ট এন্ড সার্ভিসেস) ড. আনিছুর রহমান, ডীন ( স্কুল অব এডুকেশন) সুফিয়া বেগম, ডীন ( স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট) ড. ফরিদ আহমেদ, যুগ্ন পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল কাফি প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা